রাজশাহী মহানগরীতে গরু চুরির দায়ে নারীসহ তিন চোরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর মতিহার থানার মেহেরচন্ডী বুথপাড়া গ্রামের মোখছেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), মৃত কচির মেয়ে আরজুনা বেগম (৪০) এবং মৃত আয়েন সরকারের মেয়ে রেনুকা বেগম (৩৮)। গত বুধবার ( ২ জুন) আরএমপির দামকুড়া থানা পুলিশ তাদের আটক করে। এ সময় আসামীদের কাছে থেকে ১ টি চোরাই গরু উদ্ধার হয়।
পুলিশ জানায়, ২ জুন বিকেল ৬টার দিকে দামকুড়া থানা পুলিশের একটি দল হরিপুর দরগাপাড়া মোড়ে বিশেষ চেকপোষ্ট ডিউটি করছিল। এ সময় গোদাগাড়ী থেকে রাজশাহীর দিকে দুই নারীসহ একব্যক্তি ১টি গরু নিয়ে চেকপোস্ট অতিক্রম করার সময় কর্তব্যরত পুলিশের চোরাই গরু হিসেবে সন্দেহ হলে তাদের আটক করে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে গরুর বিষয়ে তারা কোন সন্তোসজনক জবাব দিতে পারেনি। একেক জন একেক ধরণের কথা বলে যার ফলে সন্দেহ আরো বেড়ে যায়। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। গোদাগাড়ী থানা পুলিশের কাছে মাসুম আলী নামের জনৈক ব্যক্তি উদ্ধারকৃত গরুর মালিককানা দাবী করেছে। পরবর্তীতে উদ্ধারকৃত গরু ও গ্রেফতারকৃত আসামীদের গোদাগাড়ী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০