নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরসহ আশেপাশের জেলা-উপজেলায় সীমিত আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব শুভ বড়দিন। স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃহস্পতিবার রাত থেকেই রাজশাহীর ২১টি ধর্মপল্লীর গির্জায় গির্জায় শুরু হয় বিশেষ প্রার্থনা। আজ শুক্রবার সকালে বাগানপাড়া ও ডিঙ্গাডোবা চার্চসহ মহানগরীর অন্যান্য উপাসনালয়ে যিশু খ্রিস্টকে স্মরণ করে প্রার্থনা করা হয়। তবে অন্য বছরের তুলনায় এবার বড়দিনের আয়োজনে চাকচিক্য কম রাখা হয়েছে। দিনটি উপলক্ষে খ্রিষ্টান পরিবারগুলোতে
বিশেষ খাবারের আয়োজন রয়েছে। কীর্তনের পাশাপাশি স্বল্প পরিসরে আয়োজন করা হয় ধর্মীয় গানের আসর। প্রার্থনায় করোনা রোগমুক্তির পাশাপাশি বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে খ্রীস্টান ধর্মালম্বীরা বড়দিন উপযাপন করে। আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে চার্চগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০