নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি বিসয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রিন প্লাজায় ৩দিনব্যাপি মেলা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। চলবে আগামী ৩০ তারিখ শনিবার পর্যন্ত। বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধণ করেন। উদ্বোধনের পূর্বে সকাল সাড়ে ৯টায় কালাচারাল একাডেমির উপ-পরিচালক মোহাম্মদ সালাহ্উদ্দিন এর নেতৃত্বে রানীবাজারস্থ
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সামনে থেকে বর্ণাঢ্য র্যালি করে আদিবাসী জনগণ ও নেতৃবৃন্দ। উদ্বোধণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কালচারাল একাডেমির উপ-পরিচালক মোহাম্মদ সালাহ্উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান। বিশিষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক এস.এম আব্দুল কাদের, একাডেমির নির্বাহী সদস্য যোগেন্দ্রনাথ সরেন, গাব্রিয়েল হাঁসদা ও চিত্তরঞ্জন সরদার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। এছাড়াও সভায় সিটি কর্পোরেশনের কর্মকর্তা, আদিবাসী নেতৃবৃন্দ ও সাধারণ আদিবাসী জনগণ উপস্থিত
ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে কমিশনার বলেন, এক সময় একাডেমির বাহিরে কোন প্রকার কর্মসূচী ও অন্যান্য কার্যক্রম পরিচালিত হতনা। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য ও ইতিহাস সবার মাঝে তুলে ধারার লক্ষে বর্তমানে বিভিন্ন জেলায় এবং যেখানে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের সংখ্যা বেশী সেই সকল গ্রামে এখন বিভিন্ন উৎসব পালন করা হচ্ছে। এতে করে অন্যান্য সম্প্রদায়ের মানুষ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃাতি সম্পর্কে জানতে পারছে এবং মূল¯্রােতধারার জনগনের সাথে তাদের দুরত্ব কমে মিলবন্ধনের সৃষ্টি হচ্ছে। তিনি আরো বলেন, দেশে ২৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায় সরকারী গেজেটে অন্তর্ভূক্ত রয়েছে। এর মধ্যে ৭টি রয়েছে উত্তরবঙ্গে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০