নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে কোরবানীর পশু জবাইয়ের জন্য ২১০ টি স্থান নির্ধারণ করা হয়েছে। ঈদুল আযহা উপলক্ষে মহানগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা ও সামাজিক বন্ধন অটুট রেখে ঈদ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এর মধ্যে জনসচেতনার লক্ষ্যে নগরীতে মাইকিং, মসজিদে ঈমামদের মাধ্যমে মুসল্লীদের অবগতি, পত্রিকায় বিজ্ঞপ্তি, বাড়ি বাড়ি লিফলেট বিতরণ, ঈদুল আযহার দিন বর্জ্যব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণে সার্বক্ষণিক মনিটরিং এর লক্ষ্যে কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত গৃহীত হয়।
ওয়ার্ড পর্যায়ে সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত স্থানে পশু কোরবানী নিশ্চিতকরণ, পরিস্কার-পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব নগরী গড়ে তুলতে কোরবানীর বর্জ্য সংরক্ষণে নগরবাসীর সহযোগীতা কামনা করা হয়। এ সময় সভায় রাসিকের সকল বিভাগ ও শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০