নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়ায় দুই মন ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটককৃতরা হলো, চট্টগ্রাম জেলার বাকুলিয়া গ্রামের চাকতাই ভাঙ্গাপোল গ্রামের আবুল হোসেনের ছেলে মিরাজ (৩৩), কুমিল্লা জেলার মুরাদনগর থানার সোনাকান্দা গ্রামের মৃত বাবুলের ছেলে সোহেল (৩০) ও নওগাঁ জেলার মান্দা থানার কুসুমবাগ এলাকার মুনসুরের ছেলে মিঠু আলী (২৩)। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর
সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২৮ তারিখ রাত আনুমানিক ১টার দিকে পুঠিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একটি কাভার্ট ভ্যান ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০