নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে কলেজ ছাত্রী লিজা রহমান (১৮) এর আত্মহত্যার ঘটনায় প্ররোচণার মামলায় গ্রেফতার হওয়া স্বামী সাখাওয়াতের রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেল গেটে দু’দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। সেই সাথে ১৩ চলতি মাসের ১৩ অক্টোবরের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতির পর শাহমখদুম থানা পুলিশ ১১ অক্টোবর শুক্রবার সাখাওয়াতকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেল গেটে জিজ্ঞাসাবাদ করে। গত ৯ অক্টোবর পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক
সেলিম রেজা সাখায়াতের রিমান্ড আবেদন নামঞ্জুর করে দুই দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। অনুমতি পাওয়ার পর পুলিশ তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা জানানো হয়নি।
এ তথ্য নিশ্চিত করে নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ
বলেন, আদালত সাখাওয়াতের রিমান্ড আবেদন নামঞ্জুর করে দুই দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। মামলার তদন্তের স্বার্থে তা জানানো যাচ্ছে না। ১২ তারিখও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ১৩ তারিখের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। এর আগে গত ৪ অক্টোবর রাত
২টার দিকে চাঁপাইনবাবঞ্জ জেলার গোমস্তাপুরে ভগ্নিপতি রুবেলের বাড়ি থেকে সাখাওয়াতকে গ্রেফতার করে পুলিশ। ওই দিন তাকে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ৯ তারিখ শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেমবর দুপুরে কলেজ ছাত্রী লিজা রহমান পাবিবারিক কলহের জের ধরে থানায় অভিযোগ করতে গিয়ে বের হয়ে এসে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার
চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও অবস্থার অবনতি হওয়ায় ওইদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরদিন সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর লিজার বাবা বাদী হয়ে স্বামী সাখাওয়াত ও তার শ্বশুর-শাশুড়ির নামে প্ররোচণার অভিযোগ এনে শাহমখদুম থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় সাখাওয়াতকে গ্রেফতার করা হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০