নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলার নওহাটায় কলেজ ছাত্রীকে উত্যক্তের দায়ে সেলিম আহমেদ শুভ (৩৫) নামের এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার নওহাটা কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। কারাদণ্ড প্রাপ্ত ওই যুবক আরএমপির কর্ণহার থানার বিল ধরমপুর এলাকার মাইনুলের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে পবা থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান, কারাদণ্ডপ্রাপ্ত যুবক নওহাটা ডিগ্রি কলেজের এক ছাত্রীকে প্রায় মোবাইল ফোনে
ও সরাসরি উত্যক্ত করতো। রোববারও উত্যক্তের সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় উত্যক্তকারী যুবক সেলিমকে ধরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে ও পরে তাকে পবা উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) নুরুল হাই মোহাম্মদ আনাসের ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০