রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: আবু সুফিয়ান রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
মতবিনিময় কালে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেছেন, রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে পুলিশি কার্যক্রম গতিশীল করা হয়েছে। একই সাথে আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, বিগত পাঁচ আগস্ট এর ঘটনার সাথে জড়িত চিহ্নিত অপরাধীদের সনাক্তকরণের কাজ চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেপ্তার অভিযান জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি নগরীর আইন শৃঙ্খলা রক্ষার্থে ক্লোজ সার্কিট ক্যামেরা ও সাইবার ক্রাইম ইউনিট চালু করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন।
এসময়, রাজশাহীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন স্থানে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০