নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস সন্দেহে রাজশাহী জেলা মোট ২২ নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। বুধবার রাজশাহী জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হোম কোয়ারেন্টাইনে থাকা ২২ জন বিদেশ থেকে আসা। জেলা ও মহানগর মিলে এই ২২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আরো কেউ বিদেশ থেকে এলাকায়
ফিরেছে কিনা সেই বিষয়েও খবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. মহা. এনামুল হক বলেন, রাজশাহীতে মোট ২২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা নিজ নিজ বাড়িতে রয়েছেন। তাদের কিছু নির্দেশনা দেয়া হয়েছে। সেই সাথে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় করোনা ভাইরাস থেকে থেকে বাঁচা সম্ভব হবে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০