নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও জেলায় করোনাভাইরাস কোভিড-১৯ থেকে আরো ৩৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১ হাজার ২৫৬ জন সুস্থ হলেন। গত ২৪ ঘণ্টায় ৩৭ জন সুস্থ হয়েছে। জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাজশাহী জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৫৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৩ জনের ও সুস্থ হয়েছে ১ হাজার ২৫৬ জন। বাকিরা হাসপাতাল ও হোম আইশোলেসনে চিকিৎসাধীন রয়েছে। তবে বেশিরভাগই নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০