রাজশাহী জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০ জন ছাড়িয়েছে। নতুন করে শেষ ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১০৩ জন। বিশেষ করে মে মাসের শেষ সপ্তাহ থেকে রাজশাহীতে মৃত্যু ও শনাক্তের সংখ্যা উভয় বেড়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল। এরপর থেকে ১০ জুন পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়।
এ পর্যন্ত রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৩৬১ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ৯ হাজার ২৯১ জন। বাঘা উপজেলায় ২২৪ জন, চারঘাট উপজেলায় ২৪৪ জন, পুঠিয়া উপজেলায় ২৩২ জন, দুর্গাপুর উপজেলায় ১৩৯ জন, বাগমারা উপজেলায় ১৯০ জন, মোহনপুর উপজেলায় ১৯৬ জন, তানোর উপজেলায় ২১১ জন, পবা উপজেলায় ৩৮১ জন ও গোদাগাড়ীতে ২৫৩ জন। জেলার ৯টি উপজেলায় ২০৭০ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০