৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ, রাজশাহীর উদ্যোগে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ প্রায় ৪০০ ব্যক্তিদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে নগরীর লক্ষ¥ীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ, ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্রনেতা ও রাকসু’র সাবেক ভিপি রাগীব আহসান মুন্না।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মেরাজুল আলম মেরাজ, শাহরিয়ার রহমান সন্দেস, কামরান হাফিজ ইয়ামিন, জুবায়ের হাসান রুবণ, মোস্তাফিজুর রহমান ফারুক, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, রফিকুজ্জামান রফিক, নাসির উদ্দিন রুবেল।
কর্মসূচি শেষে নেতৃবৃন্দ জনান, রাজশাহীতে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য সংগ্রাম পরিষদ ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনাকালীন সময়ে আমাদের এই ধরণের কর্মসূচি অব্যহত থাকবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০