নিজস্ব প্রতিবেদক :
গত কয়েকদিন ধরেই রাজশাহী মহানগরীসহ এর আশে-পাশের জেলা-উপজেলাগুলোতে হাড় কাঁপানো কনকনে শীত পড়েছে। হিমেল হাওয়ায় কনকনে তীব্র শীতে এ অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান ব্যহত হচ্ছে। তীব্র শীতে হত-দরিদ্রসহ সাধারণ মানুষরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন। শীতে সবচাইতে বেশি সমস্যার মধ্যে পড়েছে শিশু ও বৃদ্ধরা। হাঁড় কাঁপানো শীতে এ সময়টাতে শিশু ও বৃদ্ধগণ বিভিন্ন শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছে। শীত জনিত রোগে শিশুরা প্রধানত যেসব রোগে আক্রান্ত হচ্ছে সেগুলো হলো নিউমোনিয়া, ডায়রিয়া, খিচুনি ও শ্বাসকষ্ট এবং বৃদ্ধরা শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ও বৃদ্ধসহ বেশ কয়েকজন রোগী ভর্তি হয়েছেন। চলতি মৌসুমে রাজশাহীতে
সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে ওই সময় সূর্য উঠায় তেমন কোনো প্রভাব পড়েনি। তবে সকাল ৯টার আগে সূর্যের দেখা মেলেনি। গত দু’দিন ধরে তাপমাত্রার পরিমাণ কিছুটা বেশি থাকলেও সূর্য না উঠায় বেশি শীত অনুভূত হচ্ছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ও বিকেল থেকে শীতের প্রকোপ বেশি ছিল। রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে ছিন্নমূল মানুষদের দুর্ভোগের কথা জানা গেছে। নগরীর বাস টার্মিনালে ফুটপাতের পাশেই খালি গায়ে শুয়ে থাকা এক নারীর সাথে কথা হলে তিনি বলেন, বাবারে এত ঠান্ডা আর সহ্য করা যাচ্ছেনা। একটা কম্বল পেলেও গায়ে দিয়ে কিছুটা ঠান্ডা থেকে রক্ষা পেতাম। একটা গরম কাপড়ের জন্য জীবনটা এবার গেল মনে হয়। রাজশাহী স্টেশনে কয়েকজন ছিন্নমূল শিশুর সাথে কথা হলে তারা জানায়, গরমের সময় প্লাটফর্মের বিভিন্ন জায়গায় খালি গায়ে শুয়ে থাকা যায়। কিন্ত শীতের সময় গরম কাপড় ছাড়া শুয়ে থাকতে কষ্ট হয়। আমাদের
দেখার কেউ নেই। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, গতকাল শুক্রবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় তাপমাত্রার পরিমাণ ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৮ শতাংশ ও সন্ধ্যা ৬ টায় বাতাসের আদ্রতা ছিল ৮৯ শতাংশ। তাপমাত্রার পরিমাণ আরো কমতে পারে বলে আবহাওয়া অফিস জানায়। আবহাওয়া অফিস আরো জানায়, আরো বেশি কুয়াশা পড়তে পারে। কুয়াশা বেশি পড়লে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।
খবর ২৪ ঘন্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০