নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে কক্সবাজার বিচ ক্লাবের ৭ দিনব্যাপী শীতকালীন বিশেষ ছাড়ে একক মেলা শুরু হয়েছে। রোববার সকাল থেকে রাজশাহী চেম্বার ভবনের সম্মেলন কক্ষে এ মেলা শুরু হয়। মেলা চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। মেলায় জানানো হয়, মাত্র আড়াই লাখ টাকায় কক্সবাজারে অ্যামিউজমেন্ট হোটেল ও ক্লাবের মালিকানার সুযোগ রয়েছে। আগামী ২০ জানুয়ারী পর্যন্ত এ অফার চলবে। অফারের মধ্যে রয়েছে, একটি স্লট কিনলে ২ ভ্রমণের সুবিধা, এয়ার অথবা এসি বাসে
যাতায়াত, ২৫ জানুয়ারী থেকে ৩০ জুনের মধ্যে ভ্রমণ। আজীবন থাকা ও মুনাফার সুযোগ রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। কক্সবাজার বিচ ক্লাবের হেড অব মার্কেটিং তাউস রানা বলেন, কক্সবাজার দেশের মধ্যে ইনভেসমেন্ট করার জন্য অন্যতম একটি জায়গা। সে লক্ষ্যে আমরা কাজ করছি। শীতকালীন এই অফারে বিচ ক্লাবে বুকিং দিলে হালালভাবে লাভের অংশীদার ও মালিকানা পাওয়া যাচ্ছে। রাজশাহীবাসীকেও যুক্ত করার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০