নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী শহর গড়ে উঠার কাল থেকে ঘোড়ায় টানা এক বাহনের নাম ছিল ‘টমটম’। যানবাহনটি সর্বসাধারণের নির্মাণে সময় লেগেছে ২ বছর এবং এতে ব্যয় হয়েছে ১৭ লাখ টাকা। এটি নির্মাণ করেছেন শিল্পী ফয়সাল মাহমুদ। অন্যতম প্রধান বাহন ছিল। টমটমের কারণেই রাজশাহী শহর টমটম এর শহর বলে পরিচিত হতো। রাজশাহীর জীবন সঙ্গী সেই টমটম কালের পথ চলায় আজ একঘরে, নির্বাক এক ইতিহাস এবং ঐতিহ্য। এ ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে মহানগরীর গ্রেটার রোডের বহরমপুর মোড়ে
স্থাপন করা হয়েছে ঢালায় ও ফাইবার সীট দ্বারা তৈরি সেই টমটম গাড়ি। এর নামকরণ করা হয়েছে ঐতিহ্য চত্ত্বর। এই চত্ত্বরের সোমবার সন্ধ্যায় ফলক উন্মোচন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
উদ্বোধন কালে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, সচিব খন্দকার মোঃ মাহাবুবুর
রহমান, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ সেন্টু, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাউসার আলী, মহানগর বিএনপির নেতা আলা উদ্দিন আলাদসহ অত্র এলাকার রাজনৈতিক ও সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০