যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজশাহীতে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।
বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১ টায় রাজশাহী মহানগরীর মালোপাড়াস্থ মোড়ে এ কর্মসুচি পালন করা হয়।
এসময় বিএনপির ঘোষিত ১০ দফা আদায়ের সমর্থনে ও অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে রাজশাহী বিভাগীয় এলডিপির নেতাকর্মীরা গণ-অবস্থান কর্মসুচিতে অংশগ্রহণ করেন।
মোছাঃ জহুরা শারমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা আহ্বায়ক খন্দকার আবু সিনহা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন,রাজশাহী মহানগর এলডিপির সভাপতি মোঃ ইউসুফ আলী।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, বগুড়া জেলার সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, বগুড়া জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদ ফেরদৌস, মোহাম্মদ আলাউদ্দিন বিন কাশেম, আব্দুল হাই প্রমুখ।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০