নিজস্ব প্রতিবেদক : এইচএসসি পরীক্ষায় প্রথম দিনেই রাজশাহী শিক্ষাবোর্ডে হাজির হয়নি এক হাজার ২৫৬ জন পরীক্ষার্থী। সোমবার সকাল ১০টা থেকে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিভাগের আট জেলার ১৯৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সবমিলিয়ে এদিন পরীক্ষার্থী ছিল- ১ লাখ ১৭ হাজার ৮২৭ জন। তবে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৬ হাজার ৫৭১ জন। বিকেলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক প্রমানিক এ তথ্য নিশ্চিত করেন।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, পরীক্ষার স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ন ছিল। এ নিয়ে স্থানীয় প্রশাসন ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একইসঙ্গে সুষ্ঠুভাবে পরীক্ষাগ্রহণ নিশ্চিত করতে সবার সহায়তাও চান।
এদিকে, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর জানিয়েছে, বাংলা প্রথমপত্রে রাজশাহী বোর্ডে অনুপস্থিত এক হাজার ২৫৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত রাজশাহীর ৩৯ কেন্দ্রে ২৯৭ জন। এরপর যথাক্রমে সিরাজগঞ্জের ২৮ কেন্দ্রে ১৯৭ জন, বগুড়ার ৩১ কেন্দ্রে ১৭১ জন, পাবনার ২৫ কেন্দ্রে ১৫৭ জন, নওগাঁয় ২৬ কেন্দ্রে ১৫১ জন, নাটোরের ২০ কেন্দ্রে ১১৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৫ কেন্দ্রে ১১১ জন এবং জয়পুরহাটের ১৪ কেন্দ্রে ৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
শিক্ষাবোর্ড সূত্র জানিয়েছে, এবছর বোর্ডে পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ৪১ হাজার ২৭৮ জন। এর মধ্যে ৭৭ হাজার ৪২৩ জন ছেলে এবং ৬৩ হাজার ৮৫৫ জন মেয়ে। এবার বিজ্ঞানে ৩৪ হাজার ৬৯৬ জন, মানবিকে ৮৫ হাজার ১৫৬ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২১ হাজার ৩৫৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
গত বছর শিক্ষাবোর্ডের মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৪ হাজার ১৮২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২১ হাজার ৮৩৬ জন পরীক্ষার্থী। গত বছর বোর্ডে পাশের হার ছিল ৭১ দশমিক ৩০ শতাংশ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০