ওমর ফারুক :
পবিত্র ঈদুল ফেতরকে সামনে রেখে রাজশাহী মহানগরীর মাকের্টগুলোতে ঈদের কেনাকাটা ইতমধ্যেই শুরু হয়ে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত নগরীর মার্কেটগুলো ক্রেতাদের পদচারণায় মুখরিত থাকছে। মাহে রমজানের রোজার প্রথম কয়েক দিন ছিট কাপড় ও কাপড়ের মার্কেটগুলোতে ভিড় দেখা না গেলেও গত কয়েক দিন ধরে মার্কেটগুলোতে ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। সাধ ও সাধ্যের মধ্যে ঈদ উদ্যাপন করার জন্য ক্রেতারা ছুটছেন কাপড়ের মার্কেটসহ বিভিন্ন দোকানে। বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে পছন্দের জিনিসটি কিনছেন ক্রেতারা। সোমবার সরজমিনে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার ও জিরোপয়েন্ট ঘুরে এমনই চিত্র দেখা গেছে।
সকাল ১০ টা থেকে শুরু করে প্রায় রাত ১১ টা পর্যন্ত প্রচুর লোকের সমাগম হচ্ছে মার্কেটগুলোতে। ক্রেতারা নিচের পছন্দ অনুযায়ী শাড়ি, থ্রি-পিচ ও ছিট, শার্ট ও প্যান্ট, জুতা, স্যান্ডেল, পাঞ্জাবিসহ অন্যান্য জিনিস কিনছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি বছরের মত এবার রমজান মাসের শুরুতে কাপড়ের দোকানে ক্রেতার তেমন দেখা মেলেনি। প্রায় ৮-১০ রোজা পর্যন্ত মার্কেটগুলো ক্রেকাশূণ্যই ছিল। কিন্তু গত কয়েক দিন ধরে রাজশাহী মহানগরীর মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে।
অন্যান্য বছরের তুলনায় এবার প্রত্যেকটি জিনিসের দাম একটু বেশি ধরা হচ্ছে বলেই অভিযোগ করছেন ক্রেতারা। দাম অনুযায়ী তেমন মান নেই এসব জিনিসের বলেও অভিযোগ করছেন ক্রেতারা।
ফাইল ছবি
নগরীর সাহেব বাজারে কাপড় কিনতে আসা রহিমা নামের এক নারী ক্রেতা বলেন, গত বছর ঈদের আগে যে পোশাক হাজার টাকায় কিনেছি এবার সেই একই মানের পোশাকের দাম বেশি চাওয়া হচ্ছে। কোন কোন কাপড়ের ক্ষেত্রে আবার দ্বি-গুণ দাম ধরা হচ্ছে। যেভাবে সবকিছুর দাম বাড়ছে সেভাবেতো মানুষের আয় বাড়েনি। তাহলে সবকিছুর এত বেশি হলে কি করে বছরের বিশেষ দিনগুলোতে পরিবারের সদস্যদের নিয়ে আনন্দে কাটানো যাবে? তাই তিনি বাজার স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
কাপড় কিনতে শামিমা নামের আরেক নারীর সাথে কথা হলে তিনি বলেন, বছর ঘুরে আবার সামনে আসছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে আগেভাগেই পরিবারের সবার জন্য নতুন কাপড় কিনতে এসেছি। যাতে সবার সাথে ঈদ ভাল কাটাতে পারি। তিনিও বেশি দাম নেওয়ার অভিযোগ তোলেন ব্যবসায়ীদের বিরুদ্ধে।
সাইমা নামের এক তরুণী বলে, ঈদে নতুন পোশাক না হলে বেমানান লাগে। তাই ঈদের আনন্দ উপভোগ করতে বাবা-মায়ের সাথে নতুন জামা কিনতে এসেছি। পছন্দের জামা কিনে নিয়ে বাড়ি ফিরবো।
ফাইল ছবি
সোমবার বিকেলে সাহেব বাজারসহ নগরীর নিউমার্কেট, গণকপাড়া ও হড়গ্রাম নিউমার্কেট এবং কাপড়পট্টির পুরো মার্কেট ঘুরে প্রত্যেক দোকানেই ক্রেতাদের ভিড় দেখা গেছে। রোজা ইফতারির পরে আরো নগরীর মার্কেটগুলোতে আরো বেশি ভিড় হচ্ছে। রাত পর্যন্ত ক্রেতারা কেনাকাটা করছেন।
নগরীর সাহেব বাজারের এক ব্যবসায়ীর সাথে কথা হলে তিনি দাম বেশি নেওয়ার কথা অস্বীকার করে বলেন, বেশি দাম নেওয়ার কোন সুযোগ নেই। এটা আমাদের ব্যবসা। তবে কিছু কাপড়ের দাম বেড়ে গেছে। যেটা পাইকারি বাজারে বেশি দামে কিনতে হয় সেটা খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। রমজানের শুরুতে বেচাকেনা খুব একটা না হলেও কয়েকদিন ধরে বেচাকেনা ভাল হচ্ছে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০