নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় সংক্রান্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশনা দেয়া হয়েছে। যে ৯টি নির্দেশনা গুলোর মধ্যে রয়েছে নিজ নিজ এলাকার মসজিদে ঈদের নামাজ আদায় করতে হবে। মাঠে নামাজ আদায় করা যাবে না। ডানে-বাঁয়ে তিন ফুট দূরে নামাজে দাঁড়াতে হবে ও মাঝের লাইন বাদ দিতে হবে। প্রয়োজনে একাধিক জামাত আজন আয়োজন করতে হবে। নামাজ শেষে হাত মিলানো কোলাকুলি করা যাবে না। মসজিদের কাপড় বা কার্পেট ভালো করে বের করে
ভালোভাবে ধুয়ে দিতে হবে। মসজিদের বাইরে হাত ধোয়া ও ওযু করার পর্যাপ্ত পানীয় সাবানের ব্যবস্থা রাখতে হবে। নামাজ শেষে দ্রুত বাড়ি চলে যেতে হবে, আড্ডা দেয়া যাবে না। অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের নিজ বাড়িতেই নামাজ আদায় করতে হবে। করোনা প্রতিরোধে সহায়তা করতে বাইরের জেলা থেকে আগরা নিজ বাড়িতে নামাজ আদায় করতে হবে। এ সংক্রান্ত একটি নির্দেশনা রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক শনিবার রাতে নিজ ফেসবুকে পোস্ট করেন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০