নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে নগরীর রেলগেট শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বরে প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার বিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, ডিসি (সদর) তানভীর হয়দার চৌধুরী, ডিসি (বোয়ালিয়া) আমির জাফর, ডিসি (মতিহার) সাজিদ হোসেন, ডিসি (শাহমখদুম) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, ডিসি (পিওএম) মুহাম্মদ সাইফুল ইসলাম, ডিসি (কাশিয়াডাঙ্গা) জয়নুল আবেদীন, ডিসি (ট্রাফিক) অনির্বান চাকমা, ডিসি (এস্টেট, সাপ্লাই এন্ড এমটি) সাইফউদ্দীন শাহীন, ডিসি (নগর বিশেষ শাখা) আলমগীর হোসেন, নগর পুলিশের মুখপাত্র সিনিয়র এসি (ট্রাফিক) ইফতে খায়ের আলম, এসি (বোয়ালিয়া মডেল থানা), একরামুল হক সহ অন্যান্য পুলিশ
কর্মকর্তাবৃন্দ, ইউসিবি ব্যাংকের প্রতিনিধিবৃন্দ, গ্রামীণ ফোন লিমিটেডের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ, পরিবহণ সেক্টরের নেতৃত্ববৃন্দ ও রোভার স্কাউটের সদস্যগণ। আরএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক দায়েরকৃত মামলার জরিমানা আদায় পদ্ধতি সহজীকরণ, আধুনিকীকরণ ও ডিজিটালাইজড পদ্ধতি প্রবর্তনের লক্ষ্য নিয়ে “ই-ট্রাফিক প্রসিকিউশন প্রসেস” সংক্রান্তে গত মে মাসের ৯ তারিখে আরএমপির সাথে ইউসিবি (ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড) ও গ্রামীণ ফোন লিমিটেডের চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। এর ফলে রাজশাহী মহনগরীর সাধারণ জনগণ সহজে ও দ্রুততার সাথে ট্রাফিক প্রসিকিউশন সংক্রান্তে জরিমানাসমূহ ইলেকট্রনিক্স পদ্ধতিতে পরিশোধ করতে পারবেন ও ট্রাফিক বিভাগের সেবার মান বৃদ্ধি পাবে। এ লক্ষ্যে নগরীর ২৫টি পয়েন্টে ইউসিবি ব্যাংকের ইউ ক্যাশ এজেন্ট পয়েন্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে সড়ক ব্যবস্থাপনার শৃঙ্খলা ফিরিয়ে আনতে আরএমপি’র পক্ষ থেকে
বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নগরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক চেকপোস্ট জোরদারকরণ ও আইনগত ব্যবস্থাগ্রহন, জনসাধারনের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ, বিভিন্ন পয়েন্টে ব্যানার ও ফেস্টুন লাগানো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ট্রাফিক পুলিশ নিয়োগ, ট্রাফিক পুলিশ কাজে রোভার স্কাউট সদস্যদের সম্পৃত্তকরণ, জেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা এবং শিক্ষা প্রতিষ্ঠানে ট্রাফিক সচেতনতামূলক কর্মশালা আয়োজন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “ই-ট্রাফিক প্রসিকিউশন প্রসেস” চালুর ফলে আরএমপি ট্রাফিক বিভাগের কার্যক্রমের গতিশীলতা আরো বৃদ্ধি পাবে এবং জনগণ ডিজিটালাইজড সেবা পাবেন।প্রসেকিউশন কার্যক্রমের মাধ্যমে মামলা হওয়ার পর ইউ সি বি ব্যাংক এর এর মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ
পয়েন্টে জরিমানার টাকা পরিশোধ করতে পারবে গ্রাহকরা। যেসব পয়েন্টে ইউসিবি ব্যাংকের কার্যক্রম রয়েছে তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল, নগরের রেলগেট, নওদাপাড়া, আম চত্ত্বর, ভদ্রা, তালাইমারি, বিনোদপুর, কাটাখালি, সাহেব বাজার জিরো পয়েন্ট, আলু পট্টি মোড়, লক্ষ্মীপুর মোড় সহ অন্যান্য ২৫ টি পয়েন্টে। ইউসিবি ব্যাংকের কর্মকর্তারা জানান, সকাল সকাল ৯ টা থেকে রাত ১২টা পর্যন্ত গ্রাহকরা ইউসিবি ব্যাংক এর ইউ ক্যাশের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবে। গ্রাহকরা নির্ধারিত এজেন্ট ও ব্যক্তিগত একাউন্ট থেকে টাকা পরিশোধ করতে পারবেন। এ ছাড়াও অন্যান্য শাখায় টাকা পরিশোধ করা যাবে।
খবর ২৪ ঘন্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০