নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ১০০ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন টুলটুলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া কাদের মÐলের মোড় এলাকার ইনসান আলীর ছেলে শামিম (৩৬)।
পুলিশ জানায়, নগরীর কাশিয়াডাঙ্গা কাশিয়াডাঙ্গা থানার এসআই তাজউদ্দিন আহমেদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে হড়গ্রাম টুলটুলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শামীমকে ১০০ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় ৮টি মাদকের মামলা রয়েছে। মাদকব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০