নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুরে ইয়াবাসহ আকাশ হোসেন (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী তানোর উপজেলার জিওল চাঁনপুর এলাকার আবুল হোসেনের ছেলে। রোববার দুপুর পৌনে ৩টার দিকে তাকে মোহনপুর উপজেলার বজরপুর সাকিনস্থ ত্রিমোহনী থেকে আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল
রোববার দুপুর পৌনে ৩টার দিকে রাজশাহী জেলার মোহনপুর থানাধীন বজরপুর সাকিনস্থ ত্রিমোহনী থেকে ধোপাঘাট রোডগামী পাঁকা রাস্তার উত্তর পাশে হারিজ এর নার্সারী ফুলের বাগানের সামনে অভিযান চালিয়ে ৬৩৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ আকাশকে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে মোহনপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০