নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ৫০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। আটককৃতরা হলো, নগরীর শাহমখদুম থানার নতুন ফুতকিপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ আলী @ মাইনুল (৩২) ও একই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে সোহেল রানা (২৭)। ১ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে তাদের নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন পশ্চিম বালিয়া এলাকা থেকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর কাশিয়াডাংগা থানাধীন পশ্চিম বালিয়া শান্তির মোড় (গুচ্ছ গ্রাম) এলাকায় অভিযান চালিয়ে ৫০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাইনুল ও রানাকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ১ অটোরিক্সা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে কাশিয়াডাংগা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০