নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ৪১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশের হাতে আটককৃতরা হলো, নগরীর শাহমখদুম থানার ভাড়ালীপাড়া এলাকার মৃত শরীকতের ছেলে জিয়ারুল (৩৩) ও বগড়া জেলার আদমদিঘী থানা দমদমা এলাকার নুরুলের ছেলে রকনুল ইসলাম রাহি (৩৪)। ২৭ সেপ্টেমবর রাত সোয়া ১টার দিকে তাদের নগরীর হামিদপুর এলাকা থেকে
আটক করা হয়। নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগরীর নওদাপড়া সংলগ্ন হামিদপুর বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে প্রাইভেট কারসহ এবং ৪১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০