নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় অবস্থিত ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পরেই হাসপাতাল ভাংচুর করে স্বজনরা।
ওই প্রসুতি নগরীর আসাম কলোনী এলাকার নাজমুল হাসান টগরের স্ত্রী জুলিয়া বেগম। তিনি হাসপাতালের ৪০৬ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।
জুলিয়ার স্বামী টগর জানান, গত শনিবার রাত ১২ টার দিকে তার স্ত্রীকে নগরীর নওদাপাড়া ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জুলিয়াকে চিকিৎসক আবেদা বেগমের তত্বাবধানে দেয়। রাতেই চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মা ও সন্তান ভাল আছে বলে জানায়। এরপর ভোর ৬টার দিকে সিজারিয়ান করবেন বলে জানান। কিন্তু তিনি আর হাসপাতালে আসেননি। নয়ঘন্টা পর বিকেল ৩টার দিকে তার স্ত্রীর সিজার করা হয়। সময়মত সিজার না করায় গর্ভে তার সন্তানের মৃত্যু হয় বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে চিকিৎসক আবেদা বেগমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার সহকারি সাবিনা বলেন, শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে ভোরেই ম্যাডাম আবেদা বেগম কুষ্টিয়া চলে যান। সকাল ৮টার দিকে ফোন করে ম্যাডাম বিষয়টি জানান। ম্যাডাম বলেন, আমি দুইদিন কোন রোগি দেখবো না তা কর্তৃপক্ষেকে জানিয়ে দিও। সকাল নয়টার দিকে আমি পরিচালকে বিষয়টি জানিয়ে দিই।
জুলিয়ার চাচা ইমন শেখ জানান, নির্ধারিত চিকিৎসকের অনুপস্থিতিতে আরেকজন চিকিৎসককে দায়িত্ব দেয়ার কথা। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেটি করেননি। তাদের অবহেলায় গর্ভে সন্তান মারা যায়। পরিচালক মামুনুর রশিদ বলেন এটি একটি দুর্ঘটনা।
নগরীর শাহমুখদুম থানার ওসি জিল্লুর রহমান বলেন, হাসপাতালের ভিতরে রোগির স্বজনদের উত্তেজনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে উত্তেজিত লোকজনকে হাসপাতাল থেকে বের করে দেয়া হয়। বের হওয়ার সময় গেটের কাছে তারা জানালার কাজ ও টপ ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০