নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ইফতারির আগ মুহূর্তে হঠাৎ করে বৃষ্টি হয়েছে। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় কিছু সময়ের জন্য বিপাকের মধ্যে পড়েন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাতায়াতকারী পথচারীরা। তারা বৃষ্টিতে ভেজার হাত থেকে বাঁচতে রাস্তার পাশের বিভিন্ন ভবনের নিচে আশ্রয় নেন। কেউ কেউ আবার বৃষ্টিতে ভিজে যান। গতকাল শুক্রবার বিকেল ৬টা ২৮ মিনিটে হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি চলে ৬টা ৪০ মিনিট পর্যন্ত। তবে ভারি বৃষ্টি হয়নি। বৃষ্টির সাথে তেমন বাতাস বইতে দেখা যায়নি।
শুক্রবার বিকেল পৌনে ৫টার দিক থেকে রাজশাহীর আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। আকাশে মেঘ থাকায় রোদ দেখা যায়নি। তবে এ সময় প্রচন্ড গরম ছিল। বিকেল সোয়া ৬টার দিকে বৃষ্টি শুরু হলে রাজশাহীর আবহাওয়া শীতল হয়ে যায়। শীতল আবহাওয়ায় গরম কিছুটা কমে যায়। বৃষ্টি থেমে গেলে রাস্তা দিয়ে সাইকেল, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিক্সা এবং মানুষ চলাচল শুরু হয়।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, রাজশাহীতে ১২ মিনিটে ২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ৬টা ২৮ মিনিট থেকে ৬টা ৪০ মিনিট পর্যন্ত বৃষ্টি হয়। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিত ০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ ও সন্ধ্যা ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৭৮ শতাংশ।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০