নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের কার্যালয়ে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৭ জনকে আটক করা হয়েছে। এ সময় জুয়া খেলার উপকরণও জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো, মতিউর রহমান (৫৩), হারান চন্দ্র দাস (৪২), হাসান আলী (৩৫), জামাল উদ্দিন (৪৮), ইউসুফ আলী (৫০), আমজাদ হোসেন (৪০) ও রাজু হোসেন (৩৪)।
জানা গেছে, পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের কার্যালয়ে নিয়মিত জুয়ার আসর বসতো। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।
তবে থানা পুলিশ বিষয়টি নিয়ে এগোতে পারেননি। এরপর স্থানীয়রা বিষয়টি রাজশাহী মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইল ফোনে জানান।
উর্দ্ধতন কর্মকর্তাদের জানানোর পর তাদের নির্দেশে আরএমপির কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ শনিবার রাতে ওয়ার্ড আ’লীগ কার্যালয়ে অভিযান চালিয়ে ৭ জন জুয়াড়িকে জুয়া খেলার উপকরণসহ আটক করে। ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শাহজাহান আলীর নেতৃত্বে এ জুয়ার আসর
বসতো। এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মনসুর আলী আরিফ বলেন, জুয়ার আসরের খবর পেয়ে শনিবার রাতে এসআই মোকবুলের নেতৃত্বে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই মোকবুল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীদের আজ আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০