নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও জেলায় আরো ৯৫ জন করোনাভাইরাস কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে এ ৯৫ জন সুস্থ হন। এ নিয়ে জেলায় মোট করোনা থেকে সুস্থের সংখ্যা দাঁড়াল ১১০৭ জন। আর জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৮৬৬ জন।
এরমধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে ও বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, করোনা শনাক্তের সংখ্যা বাড়ার সাথে সাথে সুস্থতার সংখ্যাও বাড়ছে। জেলায় শনাক্তের প্রায় অর্ধেক করোনা রোগী সুস্থ হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনায় ভয়ের কোন কারণ নেই।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০