নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও জেলার আরো ৬ জনের করোনা পজিটিভ ও আরো একজনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ ও রামেক হাসপাতালের রেডিওলজি বিভাগে অবস্থিত পিসিআর মেশিনে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ হয়। করোনা শনাক্ত ৬ জনের মধ্যে ২ জনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়, একজন রাজশাহী মহানগরীর ও গোদাগাড়ীর ১ জন রয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. মহা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন ৬ জন দিয়ে রাজশাহী জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৮ জনে। এরমধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শফিউর রহমানের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট আইসিইউতে তার মৃত্যু হয়। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাসিন্দা।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম ফেরদৌস বলেন, গত শনিবার করোনা আক্রান্ত রোগী নিয়ামতপুর থেকে এসে রামেক হাসপাতালে ভর্তি হন। ওইদিনই তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০