নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও জেলার দুই থানায় আরো ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী মহানগরীতে তিনজন ও জেলার মোহনপুর ও তানোর থানায় একজন করে দুইজন করে মোট পাঁচজন। আজ রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলোজী বিভাগে অবস্থিত পিসিআর ল্যাবে ও রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে অবস্থিত পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এ ৫ জনের করোনা পজেটিভ হয়। রাজশাহী মহানগরীর চন্ডিপুর, উপশহর ও বালিয়াপুকুরে তিনজন এবং জেলার মোহনপুর ও তানোর থানা এলাকার দুইজন। তারা এখনও নিজ নিজ বাড়িতেই রয়েছে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, আজও করোনা পরীক্ষায় জেলা এবং মহানগর মিলে মোট পাঁচজন করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তরা এখনো সবাই বাড়িতে রয়েছে। তাদের সাথে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০