নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৫ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছায় ৪ হাজার ২৪৭ জনে। আর জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭ জনের। মৃত্যু হওয়াদের মধ্যে পুলিশ সদস্য, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী ও চিকিৎসক রয়েছেন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ২ হাজার ৪৪৯ জন।
রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পৃথক নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ হয়। ৪ হাজার ২৪৭ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩১৩২ জন, বাঘা উপজেলায় ১১৪ জন, চারঘাট উপজেলায় ১৩৬ জন, পুঠিয়া উপজেলায় ১১৪ জন, দুর্গাপুর উপজেলায় ৬৯ জন, বাগমারা উপজেলায় ৯৪ জন, মোহনপুর উপজেলায় ১১০ জন, তানোর উপজেলায় ১১১
জন, পবা উপজেলায় ২৬৯ জন ও গোদাগাড়ী উপজেলায় ৯৭ জন রয়েছে। এরমধ্যে ৩৭ জন মারা গেছে ও ২ হাজার ৪৪৯ জন সুস্থ হয়েছেন এবং বাকিরা চিকিৎসাধীন রয়েছে। জেলার ৯টি উপজেলায় শনাক্ত হয়েছে ১১১৫ জন। শুরু থেকে এ পর্যন্ত রাজশাহী জেলায় ২০৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। এখন আর কেউ হোম কোয়ারেন্টাইনে নেই। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১২ এপ্রিল ও রাজশাহী মহানগরীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। এরপর থেকে জেলার ৯টি উপজেলা ও ১৪টি পৌরসভা এলাকায় শনাক্তের প্রায় ৩ গুণ বেশি নগর এলাকায় শনাক্ত হয়েছে। তবে সুস্থতার সংখ্যাও উল্লেখযোগ্য হার বেড়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০