নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পচ্ছিন্নতা কর্মসূচী-২০১৮ পালিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে আরএমপি থানা সমূহ ও ট্রাফিক অফিসে একযোগে এ কর্মসূচী পালিত হয়।
আরএমপি পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান পিপিএম এর উদ্যোগে ও নির্দেশনায় এ পরিচ্ছন্নতা কর্মসূচী-২০১৮ পালিত হয়। আরএমপি সদর দপ্তরসহ আরএমপি পুলিশ লাইন, ডিসি অফিসসমূহ, ১২টি থানা, ট্রাফিক অফিস, ডিবি অফিস, পুলিশ ফাঁড়িসমূহে এই কর্মসূচী পালিত হয়।
আরএমপি সদর দপ্তরে এই কার্যক্রমের উদ্বোধন করেন, আরএমপি পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, পিপিএম। অফিস কক্ষসহ অফিস প্রাঙ্গন পরিস্কার-পরিচ্ছন্œ রাখার লক্ষ্যে পুলিশ কমিশনার এ উদ্যোগ গ্রহণ করেছেন। পুলিশ কমিশনার আরএমপি’র সকল ইউনিট ইনচার্জকে নিজ নিজ অফিস প্রাঙ্গন সবসময় পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। তিনি পরিস্কার-পরিচ্ছন্œতার গুরুত্ব তুলে ধরে শুধু অফিস প্রাঙ্গন নয় নিজ নিজ আবাসস্থল পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্যও আরএমপি’র প্রত্যেক পুলিশ সদস্যকে পরামর্শ প্রদান করেন।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০