নিজস্ব প্রতিবেদক :
নারীর জয়ে সবার জয় এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ইউএসএআইডি, ডেমোক্রসি ইন্টারন্যাশনাল ও ইউকেএইড এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অগ্রগতির জন্য সমতা, রাজনীতিতে নারী বিষয়ে সোমবার আলোচনা অনুষ্ঠিত হয়। নগরীর সাহেব বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জমান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স্মপাদ কমরুজ্জামান চঞ্চল, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর মহিলা লীগের যুগ্ম
সাধারণ সম্পাদক মালিহা জামান মালা, সোনার দেশ পত্রিকার সম্পাদক হাসান মিল্লাত, জেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য কৃষ্ণা দেবী, মহানগর আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীনসহ রাজশাহী বিভাগের ৫টি জেলার মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সমন্বয়কারী আফসানা মিমি।
উপস্থিত নারী নেতৃগণ বলেন, তারা রাজনীতিতে এখনো সমসুযোগ পাননি। দলীয় কমিটিতে ৩৩% পার্সেন নারী কোটা থাকলেও বিভিন্ন কমিটিতে এর সংখ্যা মাত্র ৪%। এছাড়াও একাদশ জাতয়ি সংসদ নির্বাচনে সরসরি ভোটে নির্বাচিত হয়েছেন মাত্র ২৩ জন নারী। সংরক্ষিত আসনে ৫০জন নারী সংসদ
সদস্য হলেও তারা পুর্নাঙ্গ ক্ষমতা পুরুষ সংসদ সদস্যর জন্য প্রয়োগ করতে পারেনা। সেইসাথে স্থানীয় সরকারে নারী সদস্যদের অবস্থা আরো করুন বলে জানান তারা। বিভিন্ন সভা ও সেমিনার এবং সিন্ধান্তের জায়গায় স্থান পাননা বলেও অভিযোগ করেন তারা। সরকার ঘোষিত ২০২০ সালের মধ্যে রাজনৈতিক সকল কমিটিতে ৩৩% নারী অন্তর্ভূক্তি ও নারী সদস্যদের পূর্নাঙ্গ ক্ষমতা প্রদানের দাবী জানান।
খবর ২৪ ঘণ্টা/আরএস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০