নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে “লাভেলো আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপস-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন জাফর ইমাম টেসিন কমপ্লেক্সের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খন্দকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার, আরএমপি হুমায়ুন কবীর, ও রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক। এছাড়াও
টুর্নামেন্টের স্পনসর তাওফিকা গ্রæপ এর প্রতিনিধি এম. রাজিব হাসান। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী সঞ্জিব কুমার ভাট্টি, জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের চেয়ারম্যান ড. গোলাম সাব্বির সাত্তার তাপু, সাধারণ সম্পাদক জনাব এহসানুল হুদা দুলু এবং কার্র্য নির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, কোচ, ম্যানেজারগন এবং আরও টুর্নামেন্ট অফিসিয়াল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০