নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে একটি র্যালি শুরু হয়ে রাজশাহী কলেজ ক্যাম্পাস গিয়ে শেষ হয়। পরে কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়। সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবির , বিপিএম পিপিএম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী
রেঞ্জ ডিআইজি এ কে এম হাফিজ আক্তার বিপিএম(বার), আরএমপির অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, ডিসি হেডকোয়ার্টার তানভীর হায়দার চৌধুরী, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, আরএমপির ডিসি বোয়ালিয়া আমির জাফর, ডিসি ট্রাফিক অনির্বান চাকমা, রাজশাহী কলেজ অধ্যক্ষ মহা. হাবিবুর রহমান, বিআইআরসির ক্যাপ্টেন মোঃ মোজাম্মেল হক, র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এ
টি এম মাইনুল ইসলাম প্রমূখ। এ ছাড়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, গার্লস গাইড, স্কাউট, রোভার, বিএনসিসি সদস্যবৃন্দ। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আরএমপির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০