নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া থেকে উগ্রবাদী বইসহ আনসারুল্লাহ বাংলা টিমের খুলনা অঞ্চলের প্রধানসহ দু’জনকে আটক করেছে র্যাব-৫। ২২ অক্টোবর রাত ১টার দিকে র্যাব-৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো, বাগেরহাট জেলার ফকিরহাট থানার দিয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে জুয়েল মোল্লা (২৫) ও খুলনা জেলার রুপসা থানার দক্ষিণ খাজাডাঙ্গা গ্রামের মৃত সোবহানের ছেলে শহিদুল ইসলাম (৩৯)।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ্ বাংলা টিম (এবিটি) এর কিছু বিপথগামী সদস্য গোদাগাড়ী থানাধীন উজানপাড়া গ্রামের মাটিকাটা আদর্শ ডিগ্রী
কলেজের নির্মানাধীন বিল্ডিং ঘরের মধ্যে ৮/৯ জন আনসারুল্লাহ্ বাংলা টিম (এবিটি) এর সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ড পরিকল্পনা ও গোপন বৈঠক করছে। বিষয়টি জানতে পেরে র্যাব তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে এবিটির সদস্য জুয়েল মোল্লা ও শহিদুল ইসলাম কে গ্রেফতার করে। আরো ৭/৮ জন অজ্ঞাতনামা এবিটির সদস্য রাতের আধারে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে উগ্রবাদী বই, লিফলেট, পতাকা, বিশেষ ডায়েরী ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত জুয়েল মোল্লা আনসারুল্লাহ্ বাংলা টিম (এবিটি) এর খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। রাজশাহীতে এবিটির কার্যক্রম সুসংহত করা এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করে ঢাকাসহ সারাদেশে নাশকতামূলক কর্মকান্ড
করার পরিকল্পনা করছিল। কথিত নাস্তিক, বøগার ও ইসলাম বিরোধীদের চিহ্নিত করে তাদেরকে কতল/হত্যা করার পরিকল্পনা করছিল। অপর সদস্য শহিদুল ইসলাম একজন সক্রিয় সদস্য এবং আঞ্চলিক প্রধান জুয়েল মোল্লার সাথী সদস্য হিসেবে অন্যান্য অজ্ঞাতনামা এবিটির সদস্যদের সাথে দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতার পরিকল্পনাসহ ঘটনাস্থলে গোপন বৈঠক করছিল।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০