নিজস্ব প্রতিবেদক : রাজশাহী তানোর উপজেলার মুণ্ডমালা আদিবাসী মাহালিপাড়া এলাকায় আদিবাসী কিশোরীকে আটকে রেখে তিনদিন ধরে ধর্ষণের অভিযোগে গির্জার ফাদার প্রদীপ প্রেগরী (৪০) কে আটক করেছে র্যাব-৫। মুন্ডমালা মাহালিপাড়া এলাকার সাধুজন মেরি গির্জার ফাদার। সে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর গ্রামের প্যাট্রিক প্রেগরীর ছেলে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে রাজশাহী মহানগরীর নওদাপাড়ার ওমরপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০