নিজস্ব প্রতিবেদক শারীরিক দূরত্ব নিশ্চিত ও অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া থেকে এবং ঈদ উপলক্ষে কোন মার্কেট খোলা থেকে বিরত থাকার বিষয় আজ বুধবার কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজারসহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহল দেখা যায় এছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে মানুষকে ঘরে রাতে রাস্তায় কাজ করছেন কাউকে পেলেই তারা বাড়িতে ফিরিয়ে পাঠিয়ে দিচ্ছেন আর অযথা কেউ বাইরে আসলে তাকে লঘু শাস্তি দিচ্ছেন।
জানা গেছে, আজ বুধবার সকাল থেকেই রাজশাহী মহানগরের বিভিন্ন শপিংমল ও মার্কেট বন্ধ সেনাবাহিনীর পক্ষ থেকে কঠোর অবস্থানে যাওয়া হয়। নগরজুড়ে কোন শপিংমল মার্কেট করতে দেয়া হয়নি। এ কারণে গত দুদিন আগে যে ভিড় ছিল তা আজ নেই। ফাঁকা হয়ে গেছে পুরো শহর। ছোটখাটো রিকশা ও অটোরিকশা দু'একটি যানবাহন ছাড়া রাস্তায় আর কিছু দেখা যায়নি। এরমধ্যে সাইক্লোন এর প্রভাবে রাজশাহী মহানগর ও জেলা জুড়ে হালকা বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাতের মন্ত্র সেনাবাহিনী দায়িত্ব পালন করেন এ কারণে আজ রাজশাহী মহানগরীতে কোন মার্কেট খুলতে পারেনি। তবে রাজশাহী জেলার তানোর উপজেলার কলমা ইউনিয়নের সহ বেশ কিছু এলাকার মার্কেট ও দোকান পাট খোলা রয়েছে। তারা আজ বুধবার সকাল থেকে গোপনে দোকান খুলে বেচা-বিক্রি চালিয়ে যাচ্ছে বলেও জানা গেছে।
উল্লেখ্য, সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি না মানায় গত সোমবার কোর কমিটির সভায় রাজশাহী মহানগর ও জেলার সকল মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সিদ্ধান্তের পর গতকাল মঙ্গলবার থেকেই কঠোর অবস্থানে গেছে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। এ পর্যন্ত রাজশাহী জেলায় ২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আর একজনের মৃত্যু এবং ৬ সুস্থ হয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০