নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলেন, নাটোর সদর উপজেলার চকরামপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে তৌহিদুর রহমান ওরফে তানভীর (২৬) ও একই এলাকার আবু জাফরের ছেলে আব্দুস সামাদ ওরফে সুজন (২৮)।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহীর পুঠিয়া ধানাধীন খলিফা পাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী আব্দুস সামাদ ও তৌহিদুর রহমান ওরফে তানভীরকে বিদেশী পিস্তল ১টি, ম্যাগজিন ১টি, গুলি ২ রাউন্ড এবং ফেন্সিডিল ৩ বোতলসহ হাতেনাতে গ্রেফতার করে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০