নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর কাটাখালি থেকে একটি পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ২৪ টি ককটেল, ও ১০টি জিহাদি বইসহ আনসার আল ইসলামের ৫ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র্যাব-৫। র্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো, রাজশাহীর বেলপুকুর আনছার আলীর ছেলে আনিসুর রহমান @ ছাদ্দাম (৩০), আনছার আলীর স্ত্রী আফরোজা বেগম (৫৫), ভরুয়াপাড়া গ্রামের আজিজুলের ছেলে রুহুল আমিন (৩১),
নিজাম উদ্দিনের ছেলে মামুনুর রশিদ (৩৫) ও ক্ষুদ্রজামিরা গ্রামের সিদ্দিকের ছেলে আবু তালহা (২১)। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ১টা থেকে শনিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে বেলপুকুর থানার ভরুয়াপাড়া ও ক্ষুদ্রজামিরা এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আটক ও বসত ঘর তল্লাশি করে ১ টি
বিদেশী পিস্তল, ২ টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ২৪ টি ককটেল, ১০ টি জিহাদী বই, ৮ টি জিহাদী বইয়ের ফটোকপি, ইয়ানতের টাকা আদায়ের রশিদ ১ টি ও ৩ টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। আটকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০