রাজশাহী মহানগরীতে বিদেশী পিস্তল, দেশীয় একনলা পাইপগান, ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২৮ গ্রাম হেরোইনসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার অচিনতলা গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে বাপ্পি হোসেন (২৪) ও কিশোর অপরাধী বাধন হোসেন (১৫)। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া রাজশাহী কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদের আটক করে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
পুলিশ জানায়, আরএমপির কাশিয়াডাঙ্গা জোনের সহকারি পুলিশ কমিশনার মীর মহসিন মাসুদ রানার নেতৃত্বে একটি টিম মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিল। এ সময় তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দুই মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির জন্য কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া রাজশাহী কমিউনিটি সেন্টারের সামনে অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক তারা হড়গ্রাম
পূর্বপাড়া কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি একনলা পাইপগান, ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২৮ গ্রাম হেরোইন সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে ও দুই ভাই বাপ্পি হোসেন ও কিশোর অপরাধী বাধন হোসেনকে আটক করে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০