নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নামাজগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার ঝলমলিয়া এলাকার মাহমুদুল হাসান ওরফে রান্টু এবং আমজাদ হোসেন ওরফে সুমন ওরফে নীরব।
বুধবার সকালে র্যাব-৫ মেজর এএম আশরাফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আটকরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। মাদক, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপকর্মে তারা জড়িত। গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
মেজর আশরাফুল জানান, মাহামুদুল হাসানের কাছ থেকে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল পাওয়া গেছে। তবে আমজাদ হোসেনের কাছে মিলেছে শুধু দুই রাউন্ড গুলি। এছাড়া তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে দুটি মোবাইল সেট, দুটি সিমকার্ড এবং নগদ এক হাজার ৭০ টাকা।
এ ঘটনায় মাহামুদুল ও আমজাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০