দুর্গাপুর প্রতিনিধিঃ রাজশাহী অস্ত্রসহ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন (২৫)কে আটক করেছে র্যাব।
শনিবার ভোরে জেলার দুর্গাপুর উপজেলার মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
সকালে র্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
সাজ্জাদ হোসেন ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল দুর্গাপুরে অভিযান চালায়। এসময় অস্ত্র ব্যবসায়ী সাজ্জাদকে অস্ত্রসহ আটক করা হয়।
তিনি বিভিন্ন কাজ ও চাকরি কথা বলে মন্ত্রী-এমপিদের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জনের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজ সরকার সাংবাদিকদের বলেন, ‘সাজ্জাদ হোসেন যে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে- সেটি আমাদের জানা ছিল না। তার এই অপরাধের শাস্তি হিসেবে সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হবে।
দ্রুত এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানান তিনি।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০