রাজশাহী মহানগরীর চারটি আবাসিক হোটেল থেকে ৩৭ জন নারী ও পুরুষকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বোয়ালিয়া থানাধীন চারটি আবাসিক হোটেলে অভিযান চালায়। অভিযান চালিয়ে ১৭ জন পুরুষ ও ২০ জন নারীকে আটক করে। আটককৃতদের মধ্যে হোটেল ম্যানেজার, বয়, খদ্দের ও যৌনকর্মী রয়েছে। আজ বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
যেসব হোটেলে অভিযান চালানো হয় সেগুলো হলো, পদ্মা, সূর্যমুখী, আশ্রয় ও সুরমা। তাদের অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে আটক করা হয়। তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে চারটি আবাসিক হোটেল থেকে ৩৭ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০