রাজশাহী মহানগরীর উপকন্ঠ বায়া স্কুল এন্ড কলেজের দক্ষিণ পাশের পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে একটি দোকান ঘরের ফলে বন্দি হয়ে পড়া ৭০টি পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই দোকান ঘরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড বায়া বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া বারনই নদীর খনন কাজ করছে কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতার কারণে নদীর পারের অবৈধ্য স্থাপনা উচ্ছেদ না করেই নদীর পাড়
বাধছে এতে তাদের চলাচলের পথ বন্ধ হয়ে আছে বলে মানববন্ধনে বক্তারা বলেন। তারা বলেন, নদী খননের মেশিন থাকাকালীনই অতিদ্রুত পানি উন্নয়ন বোর্ডেও জমির সীমানা নির্ধারণ ও অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করে নদীর পাড়কে সাধারণ জনগণের চলাচলের রাস্তা হিসেবে সুযোগ করে দেওয়া হোক। ভূক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন করে দোকান ঘরটি সরিয়ে ফেলা ও চলাচলের রাস্তাটি খুলে দেওয়ার দাবি জানান।দোকান ঘরের মালিক এজাজ উদ্দীন বলেন, আমি এখানে দীর্ঘদিন থেকে ব্যবসা চালিয়ে আসছি তাই এখান থেকে আমি সরবো না।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০