সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।
নগর ভবন গেট হতে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর হয়ে শালবাগান বাজার হয়ে আলিফ লাম মিম ভাটার মোড় হয়ে ছোটবনগ্রাম হয়ে বার রাস্তার মোড় হয়ে নাদের হাজির মোড় হয়ে মেহেরচন্ডী মোড় হয়ে ফ্লাইওভার হয়ে চৌদ্দ পায় হয়ে বিনোদপুর
বাজার হয়ে বিশ্বিবিদ্যালয় মেইন গেট হয়ে কাজলা হয়ে তালাইমারী হয়ে ভদ্রা স্মৃতি অম্লান হয়ে পুনরায় নগর ভবন পর্যন্ত রাস্তার উভয় পাশের ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানকালে ৫৮টি মামলা দায়ের করে ১ লাখ ৫ হাজার ৭০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এদ/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০