ওমর ফারুক :
রাজশাহী মহানগরজুড়ে অবাধে কোন বাধা-বিপত্তি ছাড়াই নসিমন-করিমন-ভুটভুটি ও টেম্পোসহ অযান্ত্রিক যান চলাচল করলেও ব্যবস্থা নিচ্ছেনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বলে অভিযোগ উঠছে। আর এতে করে দুর্ঘটনার মত অনাকাঙ্খিত ঘটনাগুলো ঘটছে। প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দাঁপিয়ে বেড়াচ্ছে নগরীর মূল রাস্তায় চলাচল নিষিদ্ধ এসব অনিয়ন্ত্রিত যানবহন। বিশেষ করে তিন চাকার অযান্ত্রিক যানকে নগর পুলিশের ট্রাফিক বিভাগ নগরীর ভেতরে প্রবেশে নিষিদ্ধ করেছে। এরপরেও এসব তিন চাকার যানবহনগুলো অবাধে চলাচল করছে।
এসব যানবহনের অনিয়ন্ত্রিত চালনার কারণে প্রতি মুহূর্তে নগরীর কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা। আর এতে নিমিষেই শেষ হয়ে যাচ্ছে একটি মানুষের দেখা স্বপ্ন। সেই সাথে ম্লান হয়ে যাচ্ছে সেই পরিবারের আশা-আকাঙ্খা।
বেশ কিছুদিন পূর্বেও রাজশাহী মহানগরীতে অনিয়ন্ত্রিত এই গাড়ীগুলোর অবাধে চলাফেরা দেখা না গেলেও বর্তমান সময়ে হামেশাই দেখা যাচ্ছে ব্যস্ততম রাস্তায় গাড়ীগুলোকে চলতে। এমনকি নগরীর ভেতরের গুরুত্বপূর্ণ রাস্তাতেও বেশি যাত্রী নিয়ে চলতে দেখা গেছে গাড়ীগুলোকে। আবার ছোট এই গাড়ীটির ছাদ ধরে যাত্রীদের চলতেও দেখা গেছে অনেক সময়। অথচ গাড়ীটি নগরীর মূল রাস্তা ব্যবগারে নিষিদ্ধ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক মাস ধরে রাজশাহী মহানগরীতে তিন চাকার গাড়ী বিশেষ করে নসিমন-করিমন-টেম্পো ও ভুটভুটি অবাধে চলাচল করছে। ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের সামনে দিয়ে এসব গাড়ী গেলেও তারা গাড়ীগুলোকে ধরে আইনের আওতায় নিয়ে আসেনা। বেশির ভাগ সময় গাড়ীগুলো সকাল ও রাতে চলাচল করলেও প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় তারা বর্তমান সময়ে অবাধে চলাচল করছে। আর এসব যানবহনের কারণে দুর্ঘটনা এখন নিত্য-নৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এসব গাড়ী চলাচলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নগরীতে চলাচল নিষিদ্ধ করলেও অজ্ঞাত কারণে সার্জেন্ট ও ট্রাফিক পুলিশ গাড়ীগুলোকে আটকায় না। কারণ প্রায় গাড়ীকে প্রতিদিন একই রাস্তা দিয়ে চলাচল করতে দেখা যায়।
আরো জানা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক বর্ণালি মোড়, সিটি বাইপাস, তেরখাদিয়া রোড, রেলগেট রোড, নওদাপাড়া, ভদ্রা ও সিএন্ডবি রোডেও গাড়ীগুলোকে দেখা যায়। অথচ প্রশাসক কোন ব্যবস্তা নেয়না। এসব গাড়ীর অনিয়ন্ত্রিত চলাফেরার কারণে প্রতিমূহূর্তে দুর্ঘটনা ঘটেই চলেছে।
নগরীর বর্ণালী মোড় দিয়ে একটি যাত্রী বোঝাই টেম্পোকে অনেক বেশি যাত্রী নিয়ে যেতে দেখা যায়। অনেক কে আবার ছাদও ধরে চড়ে থাকতে দেখা যায়। সেখানে পুলিশ থাকা সত্বেও কোন ব্যবস্থা নেয়নি। আর এসব কারণে দুর্ঘটনার ঘটার সাথে সাথে মৃত্যু ঝুঁকিও থাকে।
মোড়ের এক প্রত্যক্ষদর্শী ব্যক্তি বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে অনেক করিমনসহ তিন চাকার যান চলে কিন্ত পুলিশ কোন ব্যবস্থা নেয়না। এমনকি তাদের আঁটকায় না।
সিটি বাইপাস এলাকার এক বাসিন্দা বলেন, গত কয়েকদিন আগে সেখানে একটা বড় দুর্ঘটনা ঘটে ছিল। এই রাস্তা দিয়েও তিন চাকার টেম্পো চলাচল করে। শুধু ওই রাস্তাগুলোও নয় নগরীর বিভিন্ন রাস্তা ব্যবহার করে গাড়ীগুলো অবাধে চলাচল করছে অথচ প্রশাসন ব্যবস্থা নিচ্ছেনা বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক ও সদর ইফতেখায়ের আলম বলেন, তিন চাকার অযান্ত্রিক যান নগরীতে নিষিদ্ধ করা হয়েছে। এদের রাস্তায় পেলে ধরা হয়। তারপরেও কেউ দায়িত্ব অবহেলা করলে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০