নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে মুক্তিপণের জন্য অপহৃত হওয়া যুবক মহিউদ্দিন খান (২১) কে উদ্ধার ও অপহরণকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া যুবকের বাড়ি যশোর জেলার অভয়নগর থানার ঘোড়া বটতলা গ্রমের বাসিন্দা। তিনি ওই গ্রামের নাছির উদ্দিনের ছেলে। গতকাল সোমবার ভোর পৌনে ৩টার দিকে নগর ভবনের সামনে থেকে তাকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করে চন্দ্রিমা থানা পুলিশ। এ সময় শহিদুল ইসলাম (২৭) নামের এক অপহরণকারীকে আটক করে পুলিশ। ওই অপহরণকারী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামকৃষ্ণপুর মোল্লাপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, গত রোববার যশোর জেলার অভয়নগর থানাধীন একতারপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সোয়েব আলী অভিযোগ করেন, গত রোববার বিকেল ৫টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন খড়খড়ি সিএনজি পাম্পের কাছ থেকে শহিদুল ইসলামকে পুলিশের হাতে আটক শহিদুলসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনসহ অপহরণ করে নিয়ে যায়। এরপর তাকে অজ্ঞাত স্থানে লুকিয়ে রেখে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। অপহৃত হওয়া যুবকের পরিবারের কাছে অপহরণকারীরা
মোবাইল ফোনে বার বার কল দিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। অভিযোগ পাওয়ার পর চন্দ্রিমা থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার ভোর পৌনে ৩ টার দিকে নগর ভবনের সামনে থেকে অপহরণকারী শহিদুলকে আটক করে। পরে আসামীকে আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০