নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাট থানা পুলিশ অপহৃত ব্যক্তি নাসির উদ্দিন মোল্লা (৩৮) কে উদ্ধার ও সোহেল রানা (১৯) নামের এক অপহরকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তি চারঘাট থানার নিমপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে। আটক আসামী নাটোর জেলার গুনারী গ্রামের আক্কাশ আলীর ছেলে।
জানা গেছে,
১৭ ডিসেম্বর অপহৃত হওয়া ব্যক্তির বাবা আশরাফ আলী চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি জানান, তার ছেলে নাসিরকে গত ১৬ ডিসেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা চারঘাট থানাধীন পশ্চিম নিমপাড়া এলাকা থেকে নাসিরকে অপহরণ করে নিয়ে যায় এবং মোবাইল ফোন করে মুক্তিপণ দাবি করে। অভিযোগ পাওয়ার পর চারঘাট মডেল থানা পুলিশ গত নাটোর জেলার নাটোর সদর থানাধীন গুনারী গ্রামস্থ এক লিচু বাগানের ভিতর থেকে ভিকটিমেকে উদ্ধার করে। এ সময় আসামি সোহেল রানাকে আটক করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, অপহরণ হওয়া ব্যক্তিকে উদ্ধার অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০