নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর দুর্গাপুর থেকে অপহৃত নারী গোদাগাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, রাজশাহীর দুর্গাপুর থানার অনন্তকান্দি গ্রামের আব্দুল জলিলের ছেলে জাকির হোসেন ও দুর্গাপুর থানার চৌপুকুরিয়া গ্রামের মৃত মাজের ছেলে আব্দুল খালেক। ২১ তারিখ রাত সাড়ে ১১টায় তাদের গোদাগাড়ী থানাধীন সারেংপুর থেকে দিপ্তী চক্রবর্তী অপহৃত নারীকে উদ্ধার করা হয় এবং দুইজকে আটক করা
হয়। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতে খায়ের আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ মে অপহৃত দিপ্তী চক্রবর্তীর বাবা সঞ্জয় চক্রবর্তী বাদী হয়ে দূর্গাপুর থানায় একটি অভিযোগ করে। অভিযোগে জানানো হয়, তার মেয়ে দিপ্তীকে তার বাড়ীর সামনে থেকে কৌশলে কিছু ব্যাক্তি অপহরণ করে নিয়ে
যায়। এ বিষয়ে তিনি জাকির হোসেনসহ আরো নয়জনকে আসামী করে তাদের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব এর নেতৃত্বে মামলা দায়ের হওয়ার এক দিন পর অপহৃত নারীকে উদ্ধার করে ও দুই আসামীকে আটক করে। আসামীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০